সেনা টহল বাড়ানো হল সীমান্তগুলিতে, কলকাতায় এলেন বিএসএফের ডিজি

কলকাতা, ৫ আগস্ট (হি.স.): বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বাড়ছে সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কাও। পশ্চিমবঙ্গের একাধিক জেলার সঙ্গে বাংলাদেশ সীমান্ত ভগ করে। এর মধ্যে একটি বিস্তৃত অঞ্চল কাটাতাঁর বিহীন। ইতিমধ্যেই বিএসএফের ডিজিও কলকাতায় এসে পৌঁছোন।

এই পরিস্থিতিতে কলকাতা থেকে এডিজি ইস্টার্ন কম্যান্ডকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ বাড়বে, জঙ্গি কার্যকলাপ বাড়বে, এমনটাই সতর্কবার্তা দেওয়া হয়েছে বিএসএফের তরফে।

প্রতিরোধের মুখে পড়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী পদ থেকে। ভারতের উদ্দেশেই রওনা দেন তিনি। ত্রিপুরার আগরতলায় আসেন তিনি। সূত্রের খবর, শেখ হাসিনার পরিবারও দেশ ছাড়তে পারেন। কলকাতায় আসতে পারেন হাসিনার পরিবার।

আজ দুপুরেই বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। আপাতত আগরতলায় আসছেন তিনি। এখান থেকে দিল্লি যেতে পারেন তিনি। সেখান থেকে লন্ডনে যেতে পারেন হাসিনা। শেখ হাসিনার সঙ্গে তাঁর বোন রেহানাও রয়েছেন।

অন্যদিকে, হাসিনার পরিজনরা কলকাতায় আশ্রয় নিতে পারেন। সেনাবাহিনীর কপ্টারেই তাঁরা বাংলাদেশ থেকে কলকাতায় আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *