৪৮ঘন্টার অনশন ধর্মঘটের ডাক দিল আত্মসমর্পণকারী বৈরীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট:
সোমবার সকাল আটটা থেকে ৪৮ ঘন্টার জন্য অনশন ধর্মঘটের ঘোষণা করলো আত্মসমর্পণকারী বৈরীরা।

রাজ্য সরকারের কাছে পুনর্বাসনের জন্য দাবী জানিয়ে আন্দোলনে নামছে উত্তর, উনকোটি ও ধলাই জেলার প্রাক্তন এন.এল.এফ.টি, বি.এন.সি.টি এবং এ.টি.টি.এফ আত্মসমর্পণকারী বৈরীরা। সোমবার থেকে ৪৮ ঘন্টার আমরন অনশন কর্মসূচি ঘোষণা দিল আত্মসমর্পণকারী বৈরীরা।

অবিলম্বে রাজ্য সরকার তাদের দাবি মেনে না নিলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছে তারা।