আগরতলা, ৪ আগস্ট :-৮ ই আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী রবিবার রাজ্যের অন্যান্য ব্লকের সাথে ডুকলি ব্লকে ও ভোট গ্রহণ কাজে নিযুক্ত কর্মীদের ভোট নেওয়ার প্রক্রিয়া চলছে। এদিন সকাল ১০ টা থেকেই ভোট গ্রহণের কাজের সাথে যুক্ত কর্মীদের উপস্থিতি ছিল বেশ লক্ষনীয়।
রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত বলেন ডুকলি ব্লকে মোট ভোটারের সংখ্যা রয়েছে ২২২ জন। তার মধ্যে পুলিং পার্সন রয়েছে ৯৬ জন ও পুলিশ পার্সন ৬৯ জন এবং অন্যান্য ৫৭ জন। তিনি বলেন সকাল 11 টা পর্যন্ত দিয়েছে ১৭ জন। ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোটগ্রহণ কে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আটোশাটো। এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই।

