নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): আগামী দু’দিন জাতীয় রাজধানী দিল্লিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, দেশের অন্যত্র ভারী বৃষ্টিপাত চলবে। পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট, কোঙ্কন অঞ্চল, গোয়া ও মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে অত্যধিক বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।দেশব্যাপী আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে রবিবার আইএমডি বিজ্ঞানী ডঃ নরেশ কুমার বলেছেন, “বর্ষা সক্রিয় পর্যায়ে রয়েছে… আমরা পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট, কোঙ্কন অঞ্চল, গোয়া এবং মহারাষ্ট্রে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশা করছি, যার জন্য আমরা রেড অ্যালার্ট জারি করেছি। আগামী দুই দিনে দিল্লি-এনসিআরে বৃষ্টি হবে না।
2024-08-04