চন্ডীগড়, ৪ আগস্ট (হি.স.): বিরোধীদের ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। রবিবার চন্ডীগড় এক অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, ২০২৯ সালেও বিরোধী আসনে বসার জন্য প্রস্তুত থাকা উচিত ইন্ডি জোটের। অমিত শাহ বলেছেন, “আমি আপনাদের আশ্বস্ত করছি, বিরোধীরা যা করতে চায় তা করতে দিন, ২০২৯ সালেও এনডিএ আসবে, মোদীজি আসবেন। তাঁরা (বিরোধীরা) জানে না যে, বিজেপি এই নির্বাচনে কংগ্রেস ৩টি নির্বাচনে যত আসন পেয়েছিল তার থেকে বেশি আসন পেয়েছে।”অমিত শাহ আরও বলেছেন, “যারা অস্থিতিশীলতা ছড়াতে চায় তারা বারবার বলছে এই সরকার টিকবে না। আমি তাদের আশ্বস্ত করতে এসেছি যে, এই সরকার কেবল নিজস্ব মেয়াদই পূর্ণ করবে না, পরবর্তী সরকারও হবে এনডিএ। বিরোধী দলে বসতে এবং বিরোধীদের সঠিকভাবে কাজ করার পদ্ধতি শিখতে প্রস্তুত থাকতে হবে।”
2024-08-04