ফের হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, সমগ্র দেশে মৃত্যু বেড়ে ২৩

ঢাকা, ৪ আগস্ট (হি.স.): ফের হিংসার আগুনে অশান্ত হয়ে উঠল বাংলাদেশ। আবারও পথে বাংলাদেশের পড়ুয়া, যুবসমাজ। তাঁদের এ বার দাবি একটাই, শেখ হাসিনা সরকারের অপসারণ। রবিবার থেকে সে দেশে শুরু হল অসহযোগ আন্দোলন। দেশের বিভিন্ন প্রান্তে শাসকদল আওয়ামী লীগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন আন্দোলনকারীরা। বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। মৃত্যু হয়েছে ২৩ জনের।নিহতদের মধ্যে ফেনীতে পাঁচজন, পাবনায় তিনজন, মুন্সিগঞ্জে দু’জন, বগুড়ায় দু’জন, মাগুরায় দু’জন, রংপুরে দু’জন, সিলেটে দু’জন, ঢাকার সাভার ও জিগাতলায় একজন করে দু’জন এবং বরিশাল, কুমিল্লা ও সিরাজগঞ্জে একজন করে নিহত হয়েছেন।আন্দোলন নিয়ে এ বার মুখ খুলল শেখ হাসিনার সরকার। দেশের তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মহম্মদ আলি আরাফত জানিয়েছেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে চান তাঁরা। হিংসা ‘দমনে’ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *