বাঁকুড়া, ৪ আগস্ট (হি.স.): তারকেশ্বরের শিব মন্দিরে ভগবান শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বাঁকুড়ার কোতুলপুরের শিহড়ে দুর্ঘটনায় জখম হলেন ১২ জন পুণ্যার্থী। পিকআপ ভ্যান উল্টে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তাঁদের কোতুলপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের আরামবাগ হাসপাতালে পাঠানো হয়েছে।রবিবার সকালে উৎসাহ ও উদ্দীপনায় তারকেশ্বরে আসছিলেন সবাই, আচমকাই পিকআপ ভ্যান উল্টে যায়। এই দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন পুণ্যার্থী আহত হয়েছেন।
2024-08-04

