ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরিতে দুর্ঘটনা : কোনও শ্রমিকের মৃত্যু হয়নি, স্পষ্টীকরণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং ডিমা হাসাও জেলা প্রশাসনের

হাফলং (অসম), ৪ আগস্ট (হি.স.) : ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরিতে ভয়ংকর দুর্ঘটনা সংগঠিত হলেও কোনও শ্রমিকের মৃত্যু ঘটেনি বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং ডিমা হাসাও জেলা প্রশাসন স্পষ্ট করে দিয়েছে।

আজ রবিবার ডালমিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৬-টা ৫০ মিনিট নাগাদ সিমেন্ট ফ্যাক্টরির দুই নম্বর লাইনে যে নতুন প্রকল্পের কাজ চলছে, সেখানে ক্র্যাং টাওয়ার ভেঙে পড়লেও কোনও শ্রমিক নিহত হননি। তবে ওই দুর্ঘটনায় সাতজন শ্রমিক আহত হয়েছেন। আহত সাত শ্রমিকের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে হোজাইয়ে বেসরকারি হাম হাসপাতালে নিয়ে ভরতি করানো হয়েছে। সেখানে ওই পাঁচ শ্রমিকের চিকিৎসা চলছে। তাছাড়া আহত আরও দুই শ্রমিকের চিকিৎসা চলছে উমরাংসো হাসপাতালে।

তবে শনিবার সন্ধ্যায় ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরির দুই নম্বর লাইনের নতুন প্রকল্পে ভয়ংকর দুর্ঘটনায় প্রথমে পাঁচ শ্রমিকের মৃত্যুর আশংকা করা হয়েছিল। তবে আজ ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরিতে সংঘটিত দুর্ঘটনায় পাঁচ শ্রমিকের মৃত্যুর খবর অস্বীকার করেছেন কর্তৃপক্ষ।

এদিকে আজ রবিবার ডিমা হাসাওয়ের জেলা কমিশনার সীমান্তকুমার দাস শনিবার সন্ধ্যায় ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরিতে সংঘটিত দুর্ঘটনায় কোনও শ্রমিকের মৃত্যু হয়নি বলে জানিয়েছেন। তবে কার ভুলে এই ভয়ংকর দুর্ঘটনা সংঘটিত হয়েছে সে সম্পর্কে কারও কাছে কোনও উত্তর নেই। ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরির দুই নম্বর লাইনে যে নতুন প্রকল্পের কাজ চলছে সেখানে শতাধিক কর্মী কাজে নিয়োজিত। কিন্তু সেখানে শ্রমিকদের জন্য কোনও সুরক্ষা ব্যবস্থা নেই বলে জনৈক শ্রমিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *