নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট
অল্পেতে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার খেজুর বাগান এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, খেজুর বাগান এলাকায় রেডলাইটে দাঁড়িয়েছিলেন বিজয় কুমার দাস নিজ গাড়ি নিয়ে। তখনই এএমসির আবর্জনা গাড়ি পেছন থেকে এসে ওই ব্যক্তির গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে বিজয় বাবুর গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে এএমসির আবর্জনা গাড়িটিকে আটক করে নিয়ে গেছে। বিজয় বাবুর গাড়িটি যদি দাঁড়ানো অবস্থায় না থাকতো তাহলে আজকে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। ঘটনায় কিছু সময়ের জন্য গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।