আরপিএফ এবং বিএসএফ-এর যৌথ অভিযানে ভারতীয় টাউট গ্রেফতার

আগরতলা, ৩ আগস্ট: গতকাল আরপিএফ এবং ৪২ নং বিএসএফ ব্যাটেলিয়ান যৌথভাবে মধ্য চারিপাড়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক ভারতীয় টাউটকে গ্রেফতার করে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

জিআরপি থানার ওসি তাপস দাস বলেন, গতকাল আরপিএফ এবং ৪২ নং বিএসএফ ব্যাটেলিয়ান যৌথভাবে মধ্য চারিপাড়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছিল। অভিযানে এক ভারতীয় টাউটকে গ্রেফতার করা হয়েছে। তার নাম রুপন মিয়া। তার নামে আগেও একটি মামলা দায়ের করা হয়েছিল।   

তিনি আরও বলেন, বাংলাদেশীদের ত্রিপুরায় অবৈধভাবে অনুপ্রবেশে সাহায্য করত। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।