দিল্লির কোচিং সেন্টারে পড়ুয়া মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

নয়াদিল্লি,  ২ আগস্ট   (হি. স.): দিল্লির রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারের বেসমেন্টে জল জমে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তদন্ত ভার দেওয়া হলো সিবিআই–কে। শুক্রবার বিচারপতি মনমোহন এবং বিচারপতি তুষার রাও গেডেলার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালতের মন্তব্য, ঘটনার গুরুত্ব বিচার করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিবিআই-এর তদন্ত তত্ত্বাবধানের জন্যে আদালত সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনকে এক বরিষ্ঠ আধিকারিক নিযুক্ত করার নির্দেশ দিয়েছে।