নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ আগস্ট:
উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এক গৃহবধুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রহস্য ক্রমশ দানা বাধছে। বৃহস্পতিবার উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর কাছে নয়াপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে। এলাকার মানুষ যারা সঠিকভাবে চলতে পারে না তারা পর্যন্ত এই এলাকার মা-বোনেদের রক্ষার্থে এই ডেপুটেশনে সামিল হয়।
জানা গেছে গত পাঁচ দিন আগে নয়াপাড়া প্রগতি রোড এলাকার জীবনধারা এর বিপরীতে শিক্ষক বিশ্ব দাসের বাড়িতে তার স্ত্রীর অর্থাৎ কাজলি দেব মারা যান। গত নভেম্বর মাসে এদের বিয়ে হয়েছিল। এলাকার মানুষ এলাকার মেয়ে কাজলী দেবের মৃত্যুকে মেনে নিলেন পারেনি। তাই তারা আবালবৃদ্ধবনিতারা কাজলি দেবের কেন মৃত্যু হয়েছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে তা জানতে দলে দলে সামিল হয়।
উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তাদের আবেদনে সাড়া দিয়ে ঘটনার সঠিক তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং এতে এলাকাবাসীরা উত্তর জেলার পুলিশ সুপারের উপর আস্থা রেখে অগ্রসর হয়েছেন। কারণ আগেও উত্তর জেলার পুলিশ সুপার বিভিন্ন ঘটনার সঠিক তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং এতে মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে।।

