সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করতে দলীয় নেতৃত্বদের ভূমিকা অপরিসীম : আশিস

আগরতলা, ৩১ জুলাই: সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করতে দলীয় নেতৃত্বদের ভূমিকা অপরিসীম। আজ প্রদেশ কংগ্রেস ভবনে নির্বাচনী প্রস্তুতি বৈঠকে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। 

এদিন তিনি বলেন, মূলত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রচার জোরদার করার লক্ষ্যেই আজকের এই বৈঠকের আয়েজন করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরার ৫টি ব্লকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আসনে কংগ্রেসের মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেন নি। বাধা বিপত্তি উপেক্ষা করে শুধু মাত্র জিলা পরিষদে কংগ্রেসের প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পেরেছে। তাই জিলা পরিষদে কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করাই একমাত্র লক্ষ্য। তাই আজ জিলা পরিষদের প্রার্থীদের নিয়ে আজকের বৈঠক।