বিদ্যুৎ দুর্ঘটনা থেকে বাঁচতে লাইনম্যানদের প্রশিক্ষণ শুরু

আগরতলা, ৩০ জুলাই: বিভিন্ন সময়ে বিদ্যুৎ জনিত সমস্যার দ্রুত সমাধানে যারা সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখেন এবং বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজে প্রধান ভূমিকায় থাকেন তারা হলেন লাইনম্যান এবং হেল্পার। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে বিভিন্ন সময়ে সুরক্ষা জনিত বিষয়গুলোকে উপেক্ষা করেই লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যান এবং হেলপাররা দুর্ঘটনাগ্রস্থ হন। ইতিপূর্বে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে। 

দুর্ভাগ্যজনক ভাবে এর থেকে নিস্তার পেতে লাইনম্যান এবং হেলপাররা যাতে সুরক্ষাবিধি মেনে চলেন, আবার দ্রুত লাইন মেরামতের কাজও করা যায়, এ নিয়ে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের সঙ্গে সহযোগিতায় এগিয়ে এসেছে ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের উত্তর পূর্বাঞ্চলীয় কার্যালয়ের তরফে আগরতলায় শহীদ ভগৎ  যুব আবাসে ত্রিদিবসীয় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় ভগৎ সিং যুব আবাসে এই কার্যক্রমের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট উত্তর-পূর্বাঞ্চলীয় কার্যালয়ের অধিকর্তা ডঃ রোহিত ভার্মা। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের কোম্পানি সেক্রেটারি অলক শ্রীবাস্তব, ডিজিএম কর্পোরেট শিশির দেববর্মা এবং ডিজিএম সেফটি রাজেন্দ্র দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। এই শিবিরে গোটা রাজ্য থেকে বাছাই করা ৩০ জন লাইনম্যান এবং হেলপার প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণে এসেছেন । এনপিটিআই এর অধিকর্তা রোহিত ভার্মা জানিয়েছেন , গোটা দেশে একযোগে কুড়ি হাজার লাইনম্যানের প্রশিক্ষণ শুরু হয়েছে। লাইনম্যানদের সুরক্ষায় এনপিটিআই এই উদ্যোগ নিয়েছে। 

তিনি জানান, এই প্রশিক্ষণে অত্যাধুনিক পদ্ধতিতে কিভাবে বৈদ্যুতিক লাইন মেরামত করা যায় এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি সুরক্ষা বিধির বিষয়টি যাতে একান্তভাবেই মেনে চলা হয় এ বিষয়টিও নিশ্চিত করা হবে।