মঙ্গলদৈ (অসম), ৩০ জুলাই (হি.স.) : মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তরুণী। জীবন্ত অবস্থায় বাড়ি ফেরা হলো না। উদ্ধার হয়েছে তাঁর বস্তাবন্দি লাশ। এ ঘটনায় মঙ্গলদৈয়ের বড়আঠিয়াবাড়িতে ব্যাপক চাঞ্চল্য ও শোকের বাতাবরণ তৈরি হয়েছে। কালো-সবুজ প্লাস্টিকের বস্তায় বন্দি তরুণীকে বড়আঠিয়াবাড়ির বছর ২০-এর জনৈক কৃষ্ণা ডেকা বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার গ্রামের তাঁদের বাড়ির নিকটবর্টী মন্দিরে গিয়েছিলেন কৃষ্ণা ডেকা। এর পর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। আজ মঙ্গলবার সকালে বড়আঠিয়াবাড়ি গ্রামের কুয়াপাতা পাড়ায় বস্তায় বাঁধা তার মৃতদেহ উদ্ধার হয়েছে।
এ ঘটনায় বড়আঠিয়াবাড়িতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কান্নার রোল উঠেছে তার বাড়িতে। বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বার বার মূর্ছা যাচ্ছেন তার মা। এদিকে তরুণী কৃষ্ণাকে যে বা যারা মেরেছে শীঘ্র তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এমন-কি ফাঁসির সাজা দিতে গ্রামের মানুষ দাবি তুলেছেন।
ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে। কৃষ্ণা যে ওই সময় মন্দিরে যাচ্ছে তা কে জানত, এই প্রশ্নের সূত্র ধরে প্রাথমিকভাবে নানাজনকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী পুলিশ অফিসার।

