নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): কেরলের ওয়ানাডে ভূমিধসে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কেরলের ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। কেন্দ্রীয় সরকারের কাছে রাহুল অনুরোধ জানিয়েছেন, “আমাদের দেশে গত কয়েক বছরে ভূমিধসের ঘটনার বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। ভূমিধস-প্রবণ এলাকার ম্যাপিং এবং পরিবেশগতভাবে ভঙ্গুর অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি মোকাবেলার জন্য প্রশমন ব্যবস্থা গ্রহণ এবং একটি কর্ম পরিকল্পনা গ্রহণের জন্য জরুরি প্রয়োজন রয়েছে।”রাহুল গান্ধী এদিন লোকসভায় আরও বলেছেন, “মঙ্গলবার ভোরে ওয়ানাড বিধ্বংসী ভূমিধসের কবলে পড়ে। ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। মুন্ডাক্কাই গ্রামটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি এখনও নির্ণয় করা যায়নি। আমি প্রতিরক্ষামন্ত্রী এবং কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমি কেন্দ্রীয় সরকারকে উদ্ধার ও চিকিৎসা সেবার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য অনুরোধ করছি। মৃত ব্যক্তিদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে অনুরোধ করছি, যদি সেই ক্ষতিপূরণ বাড়ানো যায়।”
2024-07-30

