জল নিষ্কাশনের ব্যবস্থা না করে কালভার্ট তৈরি করায় নষ্ট হচ্ছে ফসল, প্রতিবাদে পথ অবরোধ কৃষকদের

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩০ জুলাই:
জল নিষ্কাশনের ব্যবস্থা না রেখে ড্রেন বন্ধ করে কালভার্ট তৈরি করায় জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় প্রতিবাদ জানিয়ে হালাহালি কমলপুর আমবাসা সড়ক অবরোধ করল কৃষকরা।

জল নিস্কাশনের ব্যবস্থা না রেখে ড্রেইন বন্ধ করে  কালভার্ট তৈরী করার ফলে রাস্তার পাশে বহু ধানের জমিতে বৃষ্টির জল জমে ধানের চারা নষ্ট হয়ে গেছে। প্রতিবাদে উত্তর হালহালির কৃষকরা উত্তর হালহালিতে কমলপুর – আমবাসা রাস্তা অবরোধ করে । খবর পেয়ে কমলপুর থানার পুলিশ অবরোধ স্থলে ছুটে যায়। প্রায় তিন ঘন্টা অবরোধের পর জল নিস্কাশনের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। 

রাস্তার পাশে বহু কৃষকের ধানের জমি রয়েছে। বর্তমান মরশুমে আমন ধান চাষ করার সময়। কৃষকরা তাদের জমিতে হাল চাষ করে আমন ধানের চারা রোপণ করে। এ কে সি কম্পানি জল নিস্কাশনের ব্যবস্থা না করে ড্রেইন মাটি দিয়ে ভরাট করে কালভার্ট নির্মানে কাজ শুরু করে। প্রতিদিন বৃষ্টির ফলে জল জমে আমন ধানের রোপন করা চারা পচে নষ্ট হওয়ার ফলে এলাকার কৃষকরা আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উত্তর হালহালিতে কমলপুর — আমবাসা রাস্তা অবরোধ করে। 

এলাকার কৃষকরা  ক্ষোভ জানিয়ে বলেন রাস্তার ঠিকেদার জল নিস্কাশনের ব্যবস্থা না করে রাস্তার উপর কালভার্ট তৈরী করছে। ফলে বৃষ্টির জল জমে রোপন করা ধানের চারা নষ্ট হয়ে গেছে।  ক্ষতি  পূরণের দাবিতেই  আজ এই অবরোধ করা হয়। আগামী কাল জল নিস্কাশনের ব্যবস্থা করা হবে বলে ম্যানেজার আশ্বাস দেন। এরপর কৃষকরা অবরোধ তুলে নেয়।