জল সম্পদ দপ্তরে ডেপুটেশন সারা ভারত কৃষক সভার

আগরতলা, ৩০ জুলাই: জলের অভাবে কৃষি জমিগুলো শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়ায় সেচের উৎসগুলোও বিপর্যস্ত হয়ে পড়েছে। তাতে কৃষকরা তাদের কৃষিকাজ শুরু করতে পারছেন না। তাই  সেচের পাম্প মেশিনগুলো তাড়াতাড়ি চালু করার দাবিতে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে জল সম্পদ দফতরের ডেপুটেশন প্রদান করা হয়েছে।

রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, রাজ্যে বর্তমানে আমন ঋতু চলছে। কিন্তু জলের অভাবে কৃষি জমিগুলো শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে বৃষ্টি না হওয়ায়  সেচের উৎসগুলোও বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় কৃষকরা তাদের কৃষিকাজ শুরু করতে পারছেন না। কৃষিকাজের উপযুক্ত সময় চলে যাচ্ছে। এটি অবশ্যই একটি কৃষি সংকট। তাই সেচের পাম্প মেশিনগুলো তাড়াতাড়ি চালু করার দাবিতে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে জল সম্পদ দফতরের ডেপুটেশন প্রদান করা হয়েছে।