পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১২ নং আসনে বিজেপির প্রার্থীর প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১২ নং আসনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল। তিনি ইতিমধ্যেই প্রথম পর্যায়ের প্রচার শেষ করে দ্বিতীয় পর্যায়ের প্রচারে জোর দিয়েছেন। 

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ১২ নং আসনে বি. জে. পি মনোনিত প্রার্থী বিশ্বজিৎ শীল পুরানো আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে গত পাঁচ বছর দায়িত্ব পালন করেছে। এ বছর দল ওনাকে দায়িত্ব দিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১২ নং আসনে প্রতিদ্বন্দ্বিতা করার। ইতিমধ্যে বিভিন্ন সভা শেষ করার পর এখন চলছে বাড়ি বাড়ি ভোট প্রচার।

ইতিমধ্যে ১৭ টি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আসনের ভেতর দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। আগামী ৮ ই আগস্ট নির্বাচন। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৫ টি আসনে লড়াই হচ্ছে ত্রিমুখী।

প্রচারে গিয়ে বিশ্বজিৎ শীল বলেন, বিরোধী নয় আমাদের লড়াই হচ্ছে নিজেদের ভেতর কে কত বেশি ভোটে জয়লাভ করতে পারে তারই প্রতিদ্বন্দ্বিতা চলছে। যেহেতু আমি এই এলাকার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করেছি ,চেষ্টা করেছি গত পাঁচ বছরে কাজ করার। গত ২৫ বছরের যে কাজ সম্পন্ন হয়নি সেই কাজ করার চেষ্টা করেছি । কাজেই আশা করতেই পারি গণদেবতার রায় আমার পক্ষেই যাবে।