নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৯ জুলাই: নদী পারাপারে দুই গ্রামের মানুষের জন্য নেই সেতু কিংবা নৌ পরিবহনের ব্যবস্থা। কাজ শুরু হলেও মাঝপথে থমকে রয়েছে সেতু নির্মানের কাজ। ফলে সমস্যায় ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার উজান দুধপুর এবং বলাই বাজার গ্রামের মানুষ। দ্রুত সেতু নির্মানের দাবি গ্রামবাসীদের।
ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার দুটি গ্রাম হলো উজান দুধপুর এবং বলাইবাজার। দুই গ্রামকে বিভক্ত করেছে মনু নদী। সেই নদী পারাপারের জন্য দীর্ঘদিন ধরেই চরম সমস্যায় দিন কাটছে সংশ্লিষ্ট গ্রামের মানুষের। যাতায়াতের সমস্যায় কৃষিপ্রধান সেই এলাকার কৃষকদেরকে তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়েও বিপাকে পড়তে হচ্ছে বলে অভিযোগ।
নদীপথে যাতায়াতের ব্যবস্থা না থাকায় অন্য রাস্তায় অধিক গাড়ী ভাড়া দিয়ে পাশ্ববর্তী কাঞ্চনবাড়ী বাজারে বিক্রির জন্য ফসল নিয়ে যেতে হচ্ছে কৃষকদেরকে। এতে করে ফসলের উপযুক্ত মূল্য পেতে হিমসিম খেতে হচ্ছে চাষীদেরকে। শুধু তাই নয়, এলাকায় অসুস্থ্য রোগীদের ঘুরপথে হাসপাতালে নিতে গিয়েও গ্রামের মানুষদেরকে সমস্যা পোহাতে হচ্ছে বলে অভিযোগ।এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দুই গ্রামের মধ্যে নদীর উপর সেতু নির্মানের দাবী উঠতে থাকে গ্রামবাসীদের তরফে।
সেইমতো ২০২২ সালের ১০ই জুন পাবিয়াছড়া কেন্দ্রের বর্তমান বিধায়ক তথা তৎকালীন মন্ত্রী ভগবান দাসের হাতধরে শিলান্যাস হয় দুই গ্রামের জন্য নদীর উপর একটি ফুট ব্রীজ নির্মান কাজের। গ্রামোন্নয়ন দপ্তরকে কাজের বরাদ দিয়ে কিছুদিন পর যথারিতি শুরু হয় নির্মান কাজ। স্থানীয়দের অভিযোগ কাজ শুরুর কিছুদিনের মাথায় নির্মানকাজ অর্ধসমাপ্ত রেখেই থমকে পরে সেতু তৈরীর কাজ।
তাদের অভিযোগ আগে দুই গ্রামের মধ্যে নদী পারাপারের জন্য ছিলো নৌকোর ব্যাবস্থা। বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে সেই নৌ পরিবহন ব্যবস্থাও। এতে চরম সমস্যায় দিন কাটাতে হচ্ছে গ্রামের মানুষকে।এই সেতুটি নির্মান হলে উপকৃত হবেন দুই গ্রামের বহু মানুষ। ভূক্তভোগীরা চাইছেন নির্মান কাজে সৃষ্ট সমস্ত প্রতিকূল অবস্থা কাটিয়ে দ্রুত নির্মান করা হোক তাদের দীর্ঘ প্রত্যাশিত এই পাকা সেতু।