বীরপাড়া, ২৯ জুলাই (হি.স.) : পাচারের আগে বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ গ্রেফতার এক ট্রাক চালক। রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে এথেলবাড়ি চেকপোস্ট এলাকায় একটি ট্রাক থেকে ১৫ হাজার ৪৬৯টি কাফসিরাপের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ। এই কাফসিরাপের বাজারমূল্য ৫০ লক্ষ টাকার বেশি।সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইনসান শেখ। মুর্শিদাবাদের বাসিন্দা। গতকাল ট্রাকটি কলকাতা থেকে অসমে যাচ্ছিল। ট্রাকে বোঝাই করা ছিল বিস্কুট ভর্তি কার্টন, সিপিভিসি বোর্ড সহ বিভিন্ন সামগ্রী। এগুলির সঙ্গে ১৩টি নীল রঙের বড় বড় ড্রাম দেখে সন্দেহ হয় পুলিশের। বীরপাড়ার সিআই শুভজিৎ ঝা’র উপস্থিতিতে ড্রামগুলি গ্যাস কাটার দিয়ে কাটতেই ভেতরে পাওয়া যায় থরে থরে সাজানো নিষিদ্ধ কাফসিরাপের বোতলগুলি। বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানান, জিজ্ঞাসাবাদের পর রাতেই গ্রেফতার করা হয় ট্রাকচালককে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।