ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল লীগ কমিটির এক জরুরি বৈঠক ডাকা হয়েছে টি এফ এ-র পক্ষ থেকে। আগামীকাল সন্ধ্যা ৬.৩০ মিনিটে টি এফ এ অফিসেই হবে এই আর্জেন্ট বৈঠক। বৈঠকের মুল বিষয় হলো, গত ২৮ জুলাই মাঠের বাইরে একজন রেফারি গোলরক্ষক দ্বারা গৃহীত হয়েছেন বলে রেফারি কর্তৃক টিএফএ তে অভিযোগ জমা পড়েছে। এটার ফয়সালা করতে হবে। একই সাথে দ্বিতীয় ডিভিশন ফুটবলের পরবর্তী সূচিও তৈরি করা হবে। এছাড়া অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করবেন লিগ কমিটির সদস্যরা। বৈঠকে লিগ কমিটির প্রত্যেককে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে আহবান করেছেন যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার। এদিকে, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্টও চলছে। এরপরই শুরু হবে রাখাল শিল্ড ও প্রথম ডিভিশনের আসর। এরই লক্ষ্যে আগামী ১লা আগস্ট টি এফ এ-র অফিসে সন্ধ্যা ৬.৩০ মিনিটে অপর এক বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে এ-ডিভিশনে অংশগ্রহণ কারী ক্লাব গুলোর প্রতিনিধিদের উপস্থিত থাকতে অনুরোধ করলেন অর্গানাইজিং সেক্রেটারি শ্রীসরকার। বৈঠকে ঠিক হবে কবে নাগাদ হবে রাখাল শিল্ড ও এ-ডিভিশন ফুটবল আসর।