ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মুখ থুবড়ে পড়লো ত্রিপুরা। রাজস্থানের বিরুদ্ধে। কর্ণাটকের বালিগঁাওয়ে অনুষ্ঠিত জাতীয় জুনিয়র বালিকাদের ফুটবলে। সোমবার ত্রিপুরা পরাজিত হয় ৮-০ গোলে। ম্যাচে পরাজিত হয়ে গ্রুপ থেকে বেরুনোর স্বপ্ন কার্যত ধূলিসাৎ হয়ে গেলো ত্রিপুরার। মুষলধারে বৃষ্টির মধ্যেই এদিন খেলা শুরু হয়। মাঠের বিভিন্ন জায়গায় অল্প বিস্তর জল জমে যাওয়ায় এদিন খেলতেই পারেননি রাজ্য দলের ফুটবলাররা। প্রথমার্ধেই ত্রিপুরা দল হজম করে ৬ টি গোল। দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি সুশান্ত দেববর্মা-র মেয়েরা। খেলা শেষে হতাশ ত্রিপুরার কোচ সুশান্ত দেববর্মা বলেন,”বৃষ্টিতে আমার মেয়েরা খেলতেই পারেনি। যোগ্য দল হিসাবেই জয় পেয়েছে বিপক্ষ দল। গতি, শক্তি- দুবিভাগেই আমাদের থেকে এগিয়ে ছিলো বিপক্ষ দলের ফুটবলাররা। এদিনের পরাজয়ের ফলে গ্রুপ থেকে বেরোনো কঠিন হয়ে পড়লো আমাদের সামনে”। ৩১ জুলাই নিজেদের তৃতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে মহারাষ্ট্র-র বিরুদ্ধে।