উদয়পুরে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে অর্থমন্ত্রীর

আগরতলা, ২৯ জুলাই: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতকে সামনে রেখে উদয়পুরে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ স্তরের সার্বিক উন্নয়নের স্বার্থে খিলপাড়া ও পশ্চিম খিলপাড়া পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে পদযাত্রার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, বিজেপি মনোনীত প্রার্থীরা গনতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করছে। বিরোধীদলের কাছে প্রার্থী দেওয়ার লোক নেই। তাই তারা শাসক দলের উপর মিথ্যাে আরোপ দিচ্ছে। তিনি আশাবাদী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। পাশাপাশি, রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।