উত্তর জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রচার অব্যাহত রেখেছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৯ জুলাই: যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন ভালোভাবেই জমে উঠেছে। তবে শাসক দল ভারতীয় জনতা পার্টি যেভাবে প্রচার চালাচ্ছে তার তুলনায় বিরোধী কংগ্রেস বা বামফ্রন্ট প্রচারে প্রায় নেই বললেই চলে।

যদিও গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে বিরোধীদল নির্ধিতায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এলাকা পরিদর্শনে পাওয়া গেল ভারতের জনতা পার্টি জেলা পরিষদের প্রার্থী দিলীপ বর্ধন, পঞ্চায়েত সমিতির প্রার্থী শিলু নাথ এবং বরিষ্ঠ প্রভাবশালী নেতা বিমল বিশ্বাস কে। বিমল বিশ্বাস চারটি নির্বাচনে জয়ী হয়ে এখন পঞ্চম বারের জন্য পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন। মানুষের পাশে থেকে কাজ করতে চাইছেন। মোট ছয়টি ওয়ার্ডের ১১ টি আসনে এই গ্রাম পঞ্চায়েতে ভোট হবে। গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের ১১ টি আসনেই আসার দল জয়লাভ করেছিল। প্রায় ২৮০০ ভোটার রয়েছে এই গ্রাম পঞ্চায়েতে। অনেক রাস্তা গত পঞ্চায়েতে ব্রিকসলিং হয়ে গেছে এবং একটি রাস্তা পাকা রাস্তায় হিসাবে হয়ে গেছে।

দশটি সেভার বকের মাধ্যমে কাজ করা হবে যার আটটি রাস্তার কাজ হয়েছে বলে দাবি করেছেন এলাকার দীর্ঘদিনের বরিষ্ঠ নেতা বিমল বিশ্বাস। চারটি আর সি সি ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। ৪২৪ জন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন বলে জানিয়েছেন।। ৫৫০ টি শৌচাগার নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় যোজনায়। ৩৫০ জনকে কিষান নিধি এর আওতা এনে উপকৃত করা হয়েছে। ৩৬ টি বৈদ্যুতিক খুঁটি বসিয়ে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনটি ডিপ টিউবওয়েল নির্মাণ করে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হয়েছে। এলাকার ৯০ শতাংশ মানুষ আয়ুষ্মান কার্ডের আওতাধীন হয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পরিষেবা গ্রহণ করছে। গ্রামের প্রায় অর্ধেক শতাংশ মানুষ কেন্দ্রের দেওয়া চাল এবং অতিরিক্ত সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। ১১ জন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর মধ্যে ৬ জন রয়েছে মহিলা। এলাকার প্রভাবশালী নেতা বিমল বিশ্বাস জানান এবারো এগারটি আসনের ১১ টি আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবেন। দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসা বিমল বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয় তিনি কেন পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের প্রার্থী হচ্ছেন না। তার উত্তরে তিনি জানান তিনি মানুষের কাছে থেকে মানুষের সেবা করতে বেশি ভালোবাসেন তাই গ্রাম পঞ্চায়েতে তিনি প্রার্থী হয়ে মানুষের সেবা পড়তে চাইছেন।

বিমল বিশ্বাসকে পাওয়া গেল ৪ নং ওয়ার্ডে ভারতের জনতা পার্টির বিশ্বনাথ গাড়ি রি এবং অনিতা নাথের হয়ে প্রচার করতে। এই গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী থাকলেও বিজেপির ঝড়ো প্রচারের কাছে কংগ্রেসের প্রচার প্রায় নেই বললেই চলে। শাসক দলের বিভিন্ন স্তরের নেতারা ভারতীয় জনতা পার্টির প্রচারে সকাল থেকে অংশগ্রহণ করে মানুষের বাড়ি বাড়ি ভোট চাইছেন এবং মানুষ তাদের আবেদনে সারা দিয়ে এগিয়ে এসেছেন বলে জানা গেছে। আসন্ন ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে মানুষের মধ্যে উন্মাদনার যে শুরু হয় তা রাত পর্যন্ত চলে বলে এলাকাবাসীরা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *