হাফলং (অসম), ২৯ জুলাই (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে সড়ক নির্মাণের কাজে নিযুক্ত অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থার দুই কর্মী অপহরণ হওয়ার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাঁদের কোনও সন্ধান মেলেনি।
ডিমা হাসাও জেলার লাইসং এলাকা থেকে বন্দুকের নলের মুখে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা সড়ক নির্মাণের কাজে যুক্ত নির্মাণ সংস্থার দুই কর্মী যথাক্রমে করিমগঞ্জ জেলার আসিমগঞ্জের আবদুল কাদির এবং হাইলাকান্দি জেলার অন্তর্গত সাহাবাদের ইকবাল লস্করকে অপহরণ করেছিল।
তবে ডিমা হাসাও পুলিশ ওই অপহরণের ব্যাপারে মুখ খুলতে না চাইলেও প্রাপ্ত তথ্য মতে, গত ২৬ জুলাই (শুক্রবার) রাত অনুমানিক ৯ থেকে ১০টার মধ্যে মাহুর থানার অন্তর্গত নিয়ানগ্লো লংরিয়া ক্যাম্প থেকে অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নির্মাণ সংস্থার দুই কর্মীকে ১০ থেকে ১২ জনের অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর দল হানা দিয়ে বন্দুকের নলের মুখে তুলে নিয়ে যায়।
উল্লেখ্য, অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থা মাহুর থেকে তামেলং পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিযুক্ত বলে জানা গিয়েছে। এদিকে শুক্রবার রাতে সংগঠিত ওই অপহরনের পর পুলিশ অভিযান চালিয়ে গেলেও অপহৃতদের এখন পর্যন্ত কোনও সন্ধান বের করতে পারেনি।