নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): দিল্লির রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারে শনিবার ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় রবিবারও বিক্ষোভ জারি রয়েছে। কোচিং সেন্টারের বেসমেন্টে কেন লাইব্রেরি রাখা হয়েছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, দিল্লিতে বিল্ডিংয়ের বেসমেন্ট জলমগ্ন হয়ে পড়ার কারণে পড়ুয়াদের মৃত্যু খুবই দুঃখজনক। কয়েকদিন আগে বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। শোকাহত পরিবারের সকলের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। পরিকাঠামোর এমন ঘাটতি আসলে চলতি সিস্টেমেরও ব্যর্থতা। নিরাপদ জীবন প্রতিটি নাগরিকের অধিকার এবং সেটি দেওয়া সরকারের দায়িত্বের মধ্যে পড়ে।

