ছত্তিশগড়ের নবনিযুক্ত রাজ্যপাল রমেন ডেকাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ২৮ জুলাই (হি.স.) : ছত্তিশগড়ের নবনিযুক্ত রাজ্যপাল তথা আসাম স্টেট ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগ (এসআইটিএ)-এর ভাইস চেয়ারম্যান অসম-সন্তান রমেন ডেকাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। পাশাপাশি এসআইটিএ সহ দীর্ঘ মেয়াদে অসম সহ ভারতীয় রাজনীতিতে তাঁর অবদানকে অপরিসীম বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।

আজ তাঁর অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী লিছেছেন, ‘অসমের স্টেট ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগ-এর ভাইস চেয়ারম্যান এবং অসম বিজেপির আমার সহকর্মী শ্রী রমেন ডেকাকে ছত্তিশগড়ের মাননীয় গভর্নর পদে নিযুক্ত করায় অনেক অভিনন্দন।’