ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ধলাই জেলায় ব্যাপক প্রচার চালাচ্ছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:
ধলাই জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের প্রার্থী উত্তম দেবনাথের সমর্থনে রবিবার বাসুদেব পাড়া গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি ভোট প্রচার করা হয়। প্রচারে বেরিয়ে দারুন সাড়া মিলেছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।  আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমবাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহবানে চলছে বাড়ি বাড়ি প্রচারাভিযান।

রবিবার সকালে বাসুদেব পাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সমিতির ৪ নং আসনের প্রার্থী উত্তম দেবনাথ এর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করা হয়। এই পঞ্চায়েতটির সবকটি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শুধুমাত্র পঞ্চায়েত সমিতির আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ সকাল থেকে পঞ্চায়েত এলাকার বিভিন্ন জনপদে দলীয় কর্মী সমর্থকরা প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি যান এবং গণদেবতাদের আশীর্বাদ প্রার্থনা করেন। সাথে ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা আমবাসা পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারপার্সন গোপাল সূত্রধর সহ অন্যান্য নেতৃত্ব।  জয় নিয়ে একশ শতাংশ আশাবাদী বলে জানিয়েছেন  গোপাল সূত্রধর।