ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফেরার ঐকান্তিক ইচ্ছে রয়েছে কল্যাণ সমিতির। খেলা আগামীকাল। প্রতিপক্ষ নবোদয় সংঘ। বেলা দুইটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বি-ডিভিশন লীগ ফুটবলের দশম ম্যাচ। উল্লেখ্য, প্রথম ম্যাচে কল্যাণ সমিতি ৯-১ গোলের বড় ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দারুণ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে ২-৪ গোলে হেরে পয়েন্ট খোয়াতে হয়েছিল। তৃতীয় ম্যাচে আগামীকাল নবোদয় সংঘের বিরুদ্ধে জয়লাভে লক্ষ্যে মরিয়া হয়ে আছে। পক্ষান্তরে নবোদয় সংঘও চাইছে তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেতে। কেননা, প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে তিন গোলে এবং বীরেন্দ্র ক্লাবের কাছে ১-৬ গোলে হেরে অনেকটা পিছিয়ে পড়তে হয়েছে। বিকেল চারটায় দিনের দ্বিতীয় খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং বীরেন্দ্র ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের লক্ষ্য রয়েছে টানা তৃতীয় জয় ছিনিয়ে জয়ের হ্যাটট্রিক অর্জন করে নিতে। প্রথম ম্যাচে নবোদয়কে তিন গোলে এবং দ্বিতীয় ম্যাচে কল্যাণ সমিতিকে ৪-২ গোলে হারিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল আগামীকাল বীরেন্দ্র ক্লাবের মুখোমুখি হচ্ছে। পক্ষান্তরে বীরেন্দ্র ক্লাবও চাইছে জয়ের ধারা অব্যাহত রেখে এগোতে। কেননা প্রথম ম্যাচে কল্যাণ সমিতির কাছে এক-নয় গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুন ভাবে টুর্নামেন্টে ফিরে এসেছে নবোদয়কে ৬-১ গোলে হারানোর মধ্য দিয়ে। আগামীকাল তৃতীয় ম্যাচে জয় পেলে বীরেন্দ্র-র পক্ষে জয়ের ধারা অব্যাহত থাকবে।