রঙিয়া (অসম), ২৭ জুলাই (হি.স.) : প্রচণ্ড গরমে কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত রঙিয়ায় মৃত্যু হয়েছে জনৈক দিনমজুরের। নিহত ব্যক্তিকে বছর ৫৫-এর যোগেন কলিতা বলে পরিচয় পাওয়া গেছে।
গোটা অসম জুড়ে তাপপ্রবাহের জেরে আরও একটি প্রাণ চলে গেছে। জানা গেছে, রঙিয়ার বিষনালা গ্রামের দিনমজুর প্রতিদিনের মতো শুক্রবারও কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়েছিলেন। উৎকট গরমে গোটা দিন মজুরের কাজ করে বিকালের দিকে ঘরে ফেরেন। কিছুক্ষণ পর শরীরে অস্থিরতা বোধ করছেন বলে জানান স্ত্রীকে। এর পর প্ৰায় ছয়টা নাগাদ আচমকা তিনি সংজ্ঞা হারিয়ে ঢলে পড়েন।
প্রতিবেশীদের সহায়তায় স্ত্রী-সন্তানরা সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যান নিকটবর্তী একটি বেসরকারি নার্সিং হোমে। জরুরি ভিত্তিতে শুরু হয় তাঁর চিকিৎসা। কিন্তু মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যোগেন কলিতা।
হাসপাতালের উদ্ধৃতি দিয়ে যোগেন কলিতার স্ত্রী জানান, প্রচণ্ড গরমে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। এমন বিপর্যয়ে গ্রামের মানুষ তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন জানিয়ে স্ত্রী জানান, তাঁদের দুই মেয়ে এবং একটি ছেলে আছে। একমাত্র উপার্জনকারীর অকালমৃত্যুতে সংসার কীভাবে চালাবেন ভেবে পাচ্ছেন না।

