নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে খোয়াইয়ে গেলেন আগরতলা পুরনিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার। শুক্রবার দলীয় নেতাদের নিয়ে তিনি সোনাতলা এলাকায় বিভিন্ন বুথে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করেন।
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে ময়দান চষে বেড়াচ্ছেন বিজেপির নেতারা। খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েতের বেশিরভাগ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও কিছু আসনে ভোট হচ্ছে।
আগামী ৮ ই আগস্ট গণদেবতারা ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গ্রাম দখলের লড়াইয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষ্যে ভোটদান করবেন। খোয়াই ইতিমধ্যেই শাসকদল বিজেপি প্রচারে ঝড় তুলেছে। যে যে আসনগুলিতে ভোট হবে সেখানে শাসকদল প্রচারে অনেকটাই এগিয়ে থাকলেও বিরোধীদের দেখা নেই। প্রার্থী থেকে শুরু করে বিজেপি দলের মন্ডল এবং রাজ্য স্থানীয় নেতারা ইতিমধ্যেই বিজেপি প্রার্থীদের রেকর্ড ভোটে জয়ী করতে ঝড়ো প্রচার শুরু করে দিয়েছে।
শুক্রবার সকাল আটটা থেকে খোয়াই বিধানসভার অন্তর্গত সোনাতলা এলাকায় বিভিন্ন বুথে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।
এদিন প্রার্থীদের সাথে নিয়ে তিনি বাড়ি বাড়ি গণদেবতাদের কাছে গিয়ে বিজেপির স্বপক্ষে ভোট চাইলেন। উনার সঙ্গে এছাড়াও ছিলেন বিজেপি খোয়াই মন্ডলের সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকরা।