ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত ত্রিপুরা স্পোর্টস স্কুলের। টানা দ্বিতীয় জয়। বৃহস্পতিবারে হারিয়েছে কল্যাণ সমিতিকে। ৪-২ গোলের ব্যবধানে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবলের ৮ম ম্যাচে আজ, বৃহস্পতিবার ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-২ গোলের ব্যবধানে কল্যাণ সমিতিকে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। প্রথমার্ধেই বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে ছিল। গোলের শুরু প্রথমার্ধের ৮ মিনিটের মাথায়, নব কিশোর সিংহর পা থেকে। ৪ মিনিট বাদে দ্বিতীয় গোল অপজিৎ ত্রিপুরার সৌজন্যে। ৭ মিনিট বাদে বীরু জমাতিয়া আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করে নেয়। প্রথমার্ধে কল্যাণ সমিতির খেলোয়াররা তেমন আক্রমণ রচনা করতে পারেনি এবং গোল পরিশোধের সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধে কল্যাণ সমিতির ছেলেরা পাল্টা আক্রমণ রচনা করলে ৫১ মিনিটের মাথায় জন জমাতিয়া এবং ৬২ মিনিটের মাথায় ভক্ত সাধন জমাতিয়া পর পর দুটো গোল করলে একদিকে যেমন ব্যবধান কমে দুই-তিন হয়। অপরদিকে খেলায় অনেকটা গতি আসে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছেলেরা রক্ষণভাগে গুরুত্ব বাড়িয়ে দেয়। উপরন্ত খেলার একেবারে অন্তিম সময়ে নব কিশোর সিংহ নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান বেড়ে চার দুই হয়। শেষ পর্যন্ত ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-২ গোলে জয় ছিনিয়ে লাগাতর জয়ের স্বাদ পায় এবং পুরো ৩ পয়েন্ট অর্জন করে নেয়। ৫ দিন আগে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-০ গোলের ব্যবধানে নবোদয় সংঘ কে পরাজিত করেছিল। আজ, বৃহস্পতিবার, তাদের দ্বিতীয় জয়। এই জয়ের সুবাদে ত্রিপুরা স্পোর্টস স্কুল এখন পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু-দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস, অসীম বৈদ্য ও পল্লব চক্রবর্তী।