BRAKING NEWS

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে নৃশংস আক্রমণের বিরুদ্ধে কলকাতায় বাম ছাত্র সংগঠনের সংহতি মিছিল

কলকাতা, ২৫ জুলাই(হি.স.) : বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে রাষ্ট্র ও সরকারের মদতপুষ্ট সন্ত্রাসী বাহিনীর নৃশংস আক্রমণের বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতার রামলীলা ময়দান থেকে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে চারটি বাম ছাত্র সংগঠনের সংহতি মিছিল অনুষ্ঠিত হয়। এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ এবং পিএসইউ’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই মিছিলের নেতৃত্ব দেয়।

মিছিলটি বাংলাদেশ লাইব্রেরীর সামনে পৌঁছালে পুলিশ তা আটকে দেয়, ফলে ছাত্রদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এর পরই সেখানেই বিক্ষোভ সভা শুরু হয়। চার সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ হাই কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করে। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পিএসইউ’র সাধারণ সম্পাদক নওফেল মহা সফিউল্লা, এআইডিএসও’র রাজ্য সভাপতি মণিশঙ্কর পট্টনায়ক, এআইএসএফ’র পক্ষে প্রীতম দাস এবং এআইএসএ’র পক্ষে তিয়াসা। প্রতিনিধি দলের সদস্য ছিলেন কৌশিক ভৌমিক (রাজ্য সম্পাদক, পিএসইউ), ঋতম মাজি (রাজ্য সভাপতি, এআইএসএ), মিজানুর রহমান (রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য, এআইডিএসও), এবং জ্যোতির্ময় সেন (এআইএসএফ)।

এদিনের এই আন্দোলনের কর্মসূচী থেকে ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে এ রাজ্যের বাম প্রগতিশীল সংগঠনগুলি ও ব্যক্তিবর্গকে স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *