নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই: আগামী ২৯ জুলাই সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভা নেত্রী আলকা লাম্বা সংসদ ভবন ঘেরাও করবে। এরই সমর্থন জানিয়ে বৃহস্পতিবার প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
এ দিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সংসদ ভবন ঘেরাওয়ের যে কর্মসূচি হাতে নিয়েছেন তাকে সমর্থন জানাচ্ছে প্রদেশ কংগ্রেস। পাশাপাশি এবারের বাজেট অধিবেশন নিয়েও বক্তব্য রাখেন তিনি। উনার কথায়, মোদি সরকার ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণের ঘোষণা দিলেও এখনো পর্যন্ত তার কার্যকর হয়নি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন সেখানে মহিলাদের স্বার্থে এবং সুরক্ষার কথা চিন্তা করে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভা নেত্রী।
এছাড়াও রাজ্যের বুকে মহিলাদের উপর হামলা হজ্জতি হুমকি সহ নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলেও দাবি করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে প্রদেশ মহিলা কংগ্রেস আন্দোলন সংঘটিত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।