ঝাড়গ্রাম, ২৫ জুলাই(হি.স.): পকসো আইনের ধারায় রুজু হওয়া একটি মামলায় অভিযুক্ত অমরেশ মাহাতোকে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে ঝাড়গ্রামের বিশেষ আদালত। বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় এই রায় ঘোষণা করেন।
জামবনি থানার অন্তর্গত এই ঘটনায় অভিযুক্ত অমরেশ মাহাতো ২০২১ সাল থেকে একটি নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসে লিপ্ত হয়। এর ফলে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু, অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করে এবং গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকে। পরবর্তীতে, ২২ ডিসেম্বর ২০২২ তারিখে নাবালিকা জামবনি থানায় অমরেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের কয়েক দিনের মধ্যেই পুলিশ বিভিন্ন সূত্র মারফতর পলাতক অমরেশকে ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুর থেকে গ্রেফতার করে। পুলিশ দ্রুততার সাথে চার্জশিট গঠন করে এবং পকসো আইনের ৬ ধারায় বিচার কার্যক্রম শুরু হয়।
বুধবার, পকসো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় অমরেশ মাহাতোকে দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার আদালত সাজা ঘোষণা করে। অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অতিরিক্ত জরিমানা ধার্য করা হয়েছে। এছাড়া, সরকারকে ক্ষতিপূরণ বাবদ নাবালিকাকে তিন লক্ষ টাকা দেওয়ার আদেশ দিয়েছে আদালত।