করিমগঞ্জ (অসম), ২৪ জুলাই (হি.স.) : করিমগঞ্জের ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অব উইমেন বা ডিএইচইডব্লুউ-এর উদ্যোগে করিমগঞ্জ জেলার এরালিগুলস্থিত লালবাহাদুর শাস্ত্রী এলপি স্কুলে ১০০ দিবসীয় সংকল্প কার্যসূচির অধীনে মহিলাদের এক বিশেষ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ওই ১০০ দিবসীয় সচেতনতা কার্যসূচির অঙ্গ হিসেবে মহিলাকেন্দ্রিক আইনি ব্যবস্থা সপ্তাহ পালন উপলক্ষ্যে পোস আইন, পিসিএমএ আইন, পকসো আইন, পরিবারিক উৎপীড়ন আইন, যৌতুক নিবারণী আইন ইত্যাদি নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
অঙ্গনওয়াডি কর্মী-সহায়িকা, সুপারভাইজার ও গ্রামের মহিলাদের নিয়ে অনুষ্ঠিত সভায় ডিএইচইডব্লুউ-এর জেলা মিশন সমন্বয়ক রূপকথা চক্রবর্তী মিশন শক্তির অধীনে সম্বল ও সামর্থ উপ-প্রকল্পের মূল বিষয়বস্তু নিয়েও আলোচনা করেন।
এদিকে সভায় পাথারকান্দি থানার সাব-ইনস্পেক্টর নুরনেহার বেগম বিস্তারিতভাবে সংশ্লিষ্ট আইন নিয়ে সচেতনতামূলক বিবরণ তুলে ধরেন। এছাড়া করিমগঞ্জ ওয়ান স্টপ সেন্টারের মামলা কর্মী নবনীতা দেবনাথ সখি ওয়ান স্টপ সেন্টার সম্পর্কে বিস্তারিত বিবরণ সবাইকে অবগত করেন।