ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় পরাজয় কিছুই হলো না। দ্বিতীয় ম্যাচেও মৌচাকের তথৈবচ চেহারা। অর্থাৎ টানা দুই ম্যাচে ড্র তে ম্যাচ শেষ করে পয়েন্টের ভাগ নিয়ে আখেরে মৌচাককে ক্রমশঃ পিছিয়ে পড়তে হচ্ছে। খেলা ছিল টিএফএ আয়োজিত বি ডিভিশন ফুটবলের ষষ্ঠ ম্যাচ। মৌচাক ক্লাব বনাম এনএসআরসিসি-র মধ্যে। পুরো দেড় ঘন্টার খেলা। আক্রমণ প্রতি আক্রমণে দু’দলের খেলোয়াররা চুটিয়ে উপভোগ করলেও তিন কাঠিতে বল রেখে জাল নেড়ে গোলের সন্ধান কেউ দিতে পারেনি। হাড্ডাহাড্ডি লড়াই এর মধ্য দিয়ে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধও কেটে যায় গোলশূন্য অবস্থায়। দু দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়। মৌচাক ক্লাব নিজেদের প্রথম খেলায় পুলিশ রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে ম্যাচটি এক এক গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছিল। সেই ম্যাচ থেকেও মৌচাক ১ পয়েন্ট পেয়েছিল। পক্ষান্তরে এনএসআরসিসি তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল স্কাইলার্ক এর কাছে, শুন্য-তিন গোলের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে আজ, বুধবার মৌচাকের সঙ্গে ড্র রেখে প্রথম পয়েন্ট পকেটে এলো। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি এনএসআরসিসি-র বানসানুকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, খোকন সাহা, পল্লব চক্রবর্তী ও সুকান্ত দত্ত। দিনের খেলা: বেলা দুইটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে নবোদয় সংঘ বনাম বীরেন্দ্র ক্লাব; বিকেল চারটায় ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম কল্যাণ সমিতি।