নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: স্ত্রীর পরকীয়ার জেরে বিষপানে আত্মহত্যা করল স্বামী। মৃত যুবকের নাম প্রসেনজিৎ সরকার (৩০)। বাড়ি নন্দননগর এলাকায়।
ঘটনার বিবরণে মৃতের বোন জানিয়েছেন, গত ৩ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল প্রসেনজিৎ সরকার এবং পুনম বণিকের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়শই ঝামেলা লেগেই থাকতো। বর্তমানে তাদের এক দেড় বছরের সন্তান রয়েছে। কিন্তু প্রায়শই পুনম প্রসনজিতের সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে যেত। এমনকি অন্য এক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কও ছিল তার। এমনই অভিযোগ প্রসেনজিৎ এর বোনের।
তিনি আরো জানান, গত দু মাস ধরে ঝগড়া করে পুনম বাপের বাড়িতে ছিল। এক সপ্তাহ আগে পরিবারের সদস্যরা মিলে তাদের দুজনকে পুনরায় মিলিয়ে দিয়েছে। কিন্তু অবৈধ সম্পর্ক নিয়ে ঝগড়া শেষ হয়নি তাদের মধ্যে। ২১ জুলাই রাতে ফের তাদের মধ্যে ঝগড়া হলে প্রসেনজিৎ সরকার বিষ পান করে। প্রসেনজিতের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে আসে। এদিকে পুনম তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। শেষ পর্যন্ত বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রসেনজিৎ সরকারের মৃত্যু হয়। পুনম বণিক একবারের জন্যও তার স্বামীকে দেখতে হাসপাতালে আসেনি বলে অভিযোগ একবারের জন্যও তার স্বামীকে দেখতে হাসপাতালে আসেনি বলে অভিযোগ প্রসেনজিতের পরিবারের সদস্যদের। তার মৃত্যুর জন্য তার স্ত্রীকেই দায়ী করেছেন পরিবার-পরিজনেরা।