শহরের বনেদী বিদ্যালয় উমাকান্ত একাডেমীতে ছাত্রদের মধ্যে মারপিট, আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই:  উমাকান্ত একাডেমিতে ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনায় চাঞ্চল ও ছড়িয়েছে বিদ্যালয়ের চত্বরে। ঘটনায় আহত হয়েছেন তিন ছাত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।  

রাজধানীর অন্যতম বনেদি স্কুল উমাকান্ত একাডেমিতে বুধবার ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। তাতে তিন ছাত্র আহত হয়। আহতদের মধ্যে একজনের মাথায় প্রচন্ড আঘাত লাগে। ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে তীব্র আতঙ্কের পরিবেশ কায়েম হয়। খবর পেয়ে অভিভাবকরা স্কুলে ছুটে আসেন। খবর পাঠানো হয় পুলিশকে। পুলিশের ঘটনাস্থলে ছুটে এসে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেয়। 

স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয় পূর্ব বিরোধের জেরে বহিরাগত কয়েকজন ছাত্র ও বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনা সংঘটিত করে। গেইটের বাইরে মাঠে এই ঘটনা ঘটেছে বলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা জানিয়েছেন। তিনি জানান জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এদিন স্কুলে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে ছাত্ররা গেইটের বাইরে মাঠে যায়। সেখানেই এই ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্কুলের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। এদিনের ঘটনায় বিদ্যালয়ের পরিকাঠামো এবং শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।