গুয়াহাটি, ২৩ জুলাই (হি.স.) : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ (মঙ্গলবার) যে বাজেট পেশ করেছেন তা ‘ভারতের প্রবৃদ্ধির গতি বজায় রাখার ক্ষেত্রে একটি মজবুত রোডম্যাপ’ তৈরি করেছে, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি আরও বলেন, এবারের কেন্দ্রীয় বাজেট কর্মসংস্থান সৃষ্টি এবং ছোট ব্যবসাকে শক্তিশালী করার ক্ষেত্রে ‘অভূতপূর্ব’।
দিল্লিতে অবস্থানরত মুখ্যমন্ত্রী ড. শর্মা তাঁর মাইক্রোব্লগিং সাইট এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণজি এবং তাঁর দলের প্রতি আমার অভিনন্দন এমন একটি বাজেট পেশ করার জন্য যা ভারতের প্রবৃদ্ধির গতি বজায় রাখার জন্য একটি মজবুত রোডম্যাপ তৈরি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কল্পনাপ্রসূত এই বাজেট আমাদের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিসেবে প্রতিষ্ঠিত করতে উপস্থাপন করেছেন মাননীয়া নির্মলাজি।’
তিনি লিখেছেন, ‘বন্যায় সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার জন্য এই বাজেটে অসম যে বিশেষ সহায়তা পাবে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ভূমি নিবন্ধনের জন্য ঘোষিত চমৎকার সংস্কারগুলি মিশন বসুন্ধরা ৩.০-এর মতো আমাদের চলমান প্রচেষ্টাকে পরিপূরক করবে বাজেট।’