পথ দুর্ঘটনায় ৬ যাত্রীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই:
পার্শ্ববর্তী আসাম রাজ্যের নিলাম বাজার এলাকায় ভয়ংকর পথ দুর্ঘটনায় অটোচালক সহ পাথারকান্দির ছয় যাত্রীর মর্মান্তিক মৃত্যু। এই ঘটনায় শোকাচ্ছন্ন হয়ে পড়েছে গোটা এলাকা।

আসামের  ক‌রিমগ‌ঞ্জ জেলার নিলামবাজার এলাকার বেড়াজা‌ল সংলগ্ন আট নং জা‌তীয় সড়‌কে দু‌টি বাহ‌নের মুখোমুখি সংঘ‌র্ষে অ‌টো চালক সহ পাথারকা‌ন্দির ছয় যাত্রীর মর্মা‌ন্তিক মৃত‌্যু ঘ‌টে‌ছে।এ‌দের ম‌ধ্যে এক নিষ্পাপ শিশুও র‌য়ে‌ছে।মৃত‌দের ম‌ধ্যে পাঁচ জ‌নের বা‌ড়ি পাথারকা‌ন্দি‌র চাঁন্দ‌খিরা এলাকায় ।

জানা গে‌ছে, মঙ্গলবার দুপু‌রে চাঁন্দ‌খিরার বা‌সিন্দা গুলজার হো‌সেন স্থানীয় অ‌টো চালক রুহুল আলমের অ‌টোতে ক‌রে নি‌জের মা শ্বাশু‌ড়ি স্ত্রী ও তিন বছ‌রের শিশু পুত্রকে স‌ঙ্গে নি‌য়ে ডাক্তার দেখা‌নোর জন‌্য ক‌রিমগ‌ঞ্জের উ‌দ্দে‌শ্যে রওয়ানা হন।তা‌দের বাহন‌টি নিলামবাজার বেড়াজাল এলাকায় পৌছা‌লে বিপ‌রিত দিক থে‌কে আসা এক‌টি হোন্ডাই গা‌ড়ি তা‌দের গা‌ড়ি‌তে অর্তকি‌তে ধাক্কা দি‌লে ভয়ঙ্কর এই দুর্ঘটনা‌টি ঘ‌টে।

প‌রে দু‌টি বাহন ছিট‌কে প‌ড়ে পা‌শের জলাভু‌মি‌তে। প্রত‌্যক্ষদর্শী‌দের কথায় উক্ত দুর্ঘটনায় চারজ‌নের দুর্ঘটনাস্থলে  মৃত‌্যু হয়। প‌রে অন‌্য দুই আহ‌তকে ক‌রিমগঞ্জ সি‌ভিল হস‌পিট‌্যা‌লে নি‌য়ে যাওয়া হ‌লেও শেষ রক্ষা হয়‌নি। ঘটনার পর প্রতিবা‌দি জনতা জা‌তিয় সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ প্রদর্শন কর‌তে শুরু ক‌রেন।প‌রে টালমাটাল প‌রিস্থি‌তি সামলা‌তে ডি‌সি মৃদুল যাদব ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌ন। উ‌ত্তে‌জিত জনগন‌কে বু‌ঝি‌য়ে মৃ‌তের প‌রিবার‌কে সরকা‌রি সহায়তা প্রদা‌নের আশ্বাস দি‌লে প্রায় তিন ঘন্টা পর সড়ক অব‌রোধ মুক্ত হয়।এ কা‌ন্ডে গোটা এলাকায় শো‌কের ছায়া নে‌মে আ‌সে।