আগরতলা, ২৩ জুলাই: আগামী ২৫ জুলাই উদয়পুর-অমরপুর জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে জয়েন অ্যাকশন কমিটি। আজ কমিটির তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন শৈলেন কুমার ব্রু।
শৈলেন কুমার ব্রু বলেন, বিগত কিছুদিন ধরে রাবার চারা পাচ্ছেন না। এবিষয়ে কথা বলতে গোমতী জেলাশাসকের কাছে দেখা করার জন্য সময় চেয়েছিলেন। কিন্তু তিনি দেখা করেননি।
এদিন তিনি বলেন, অমরপুর আরডি ব্লকের প্রত্যাবর্তনকারীরা আত্মসমর্পণের পরে সুবিধা পেতে পারেনি এবং তারা সেখানে পরিবার সহ অত্যন্ত কষ্ট ও অনাহারে দিন কাটাচ্ছেন। কারণ তাদের আয়ের কোন উৎস নেই এবং তাদের নিজস্ব কোন ঘর নেই। তাই রাজ্য সরকারের নিকট তাদের দাবি অতিসত্বর অমরপুর আরডি ব্লকের দরিদ্র প্রত্যাবর্তনকারীদের জন্য রাবার বাগান, মাটির চেক ড্যাম এবং পিএমএওয়াই বাড়ি প্রদান করা হোক। তা নাহলে তাই আগামী ২৫ তারিখ উদয়পুর টু অমরপুর রাস্তা অবরোধ করা হবে।

