জাতীয় আসরে যোগ দিতে কর্ণাটক যাচ্ছেন মহিলা জুনিয়র বিভাগের ফুটবল খেলোয়াড়রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: জাতীয় আসরে যোগ দেওয়ার জন্য মহিলা জুনিয়র বিভাগের ফুটবল খেলোয়াড়রা মঙ্গলবার কর্নাটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।  কর্নাটকে ২৭ আগষ্ট থেকে  অনুষ্ঠিত হবে জাতীয় মহিলা জুনিয়র বালিকা বিভাগে ফুটবল আসর। প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন টিএফএ সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী সহ আরো অনেক।  উল্লেখ্য ,জাতীয় আসরের জন্য মঙ্গলবার রাজ্য ত্যাগ করবে খেলোয়াড়েরা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্যরা আশা ব্যক্ত করেছেন জুনিয়র বিভাগে মহিলারা নাটকে অনুষ্ঠিত জাতীয় আসরে এবছর ভালো ফলাফল করবে।