ধুবড়িতে রো-প্যাক্স জাহাজের সঙ্গে সংঘর্ষ সাতটি পণ্যবাহী ফেরির

ধুবড়ি (অসম), ২২ জুলাই (হি.স.) : নিম্ন অসমের ধুবড়িতে ব্রহ্মপুত্র নদের যোগমায়াঘাটে এমভি বব খাথিং নামের একটি রো-প্যাক্স জাহাজ সাতটি পণ্যবাহী ফেরি-জাহাজের সঙ্গে সংঘটিত হয়েছে সংঘর্ষ। এতে একজন গুরুতর আহত হয়েছেন, পাশাপাশি একটি ফেরি ডুবে গেছে।