আগরতলা, ২২ জুলাই: মি ডে মিল কর্মীদের সরকারী স্বীকৃতি দেওয়া সহ ১০ দফা দাবিতে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছে সিআইটিইউ অন্তর্গত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার ইউনিয়ন রাজ্য কমিটি। পরর্বতী সময়ে কমিটির এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন।
কমিটির এক নেত্রীর অভিযোগ, মি ডে মিল কর্মীরা অত্যন্ত গরীব অংশের মানুষ। তাছাড়া, অর্থনৈতিক দিক দিয়ে তারা পিছিয়ে রয়েছেন। মাত্র ২৫০০ টাকার বিনিময়ে তারা কাজ করছেন। তাই রাজ্য সরকারের নিকট দাবি তাদের বেতন বৃদ্ধি করা হোক।
তাছাড়া, কমিটির তরফ থেকে ১০ দফা দাবি জানানো হচ্ছে। সেগুলো হল, প্রতি মাসের বেতন প্রতি মাসের প্রথম সপ্তাহে দেওয়া, ১০ মাসের পরিবর্তে ১২ মাসের বেতন প্রদদন, বাজার দরের সঙ্গে সংগতি রেখে বেতন বৃদ্ধি, মিড ডে মিল কর্মীদের প্রতি বছর পোশাক দেওয়া হোক।
পাশাপাশি, মিড ডে মিল কর্মীদের উৎসব এক্সগ্রেসিয়া দেওয়া, ছাঁটাই কর্মীদের পুনর্বহাল করা, ছাত্র ছাত্রীদের মিড-ডে-মিলের মাথা পিছু বরাদ্দ বাজার দরের সঙ্গে সংগতি রেখে বৃদ্ধি করা, রান্না করার সময়ে দুর্ঘটনায় পতিত হলে ক্ষতিপূরণ দেওয়া, মিড ডে মিল কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান এবং নিয়োগ করার সময়ে নিয়োগপত্র দেওয়া হোক।

