পাথারকান্দি (অসম), ২২ জুলাই (হি.স.) : আজ সোমবার বিকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশের অভিযানে ৫০ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এর সঙ্গে আটক করা হয়েছে পাথারকান্দি (অসম) থানাধীন আসিমগঞ্জের বাসিন্দা জনৈক সিরাজ উদ্দিনের ছেলে জবরুল হককে। তবে জবরুলের এক সঙ্গী পলিয়ে গা ঢাকা দেওয়ায় পুলিশ তাকে পাকড়াও করতে পারেনি। মাদক পাচারে ব্যবহৃত একটি মাহিন্দ্র থার এবং একটি পালসার মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন তথ্যে ভিত্তিতে পুলিশের দল ধর্মনগরের নয়াপাড়া রোডে গীতা ভবনের পাশে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। জবরুলের হেফাজত থেকে দশ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে। এগুলির কালোবাজারি মুল্য ৫০ লক্ষ টাকার বেশি হবে, জানিয়েছেন পুলিশ সুপার।
তিনি জানান, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। তাকে তাঁরা জেরা শুরু করছেন, জানান পুলিশ সুপার।