আগরতলা, ২২ জুলাই: জনগণের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে বদ্ধ পরিকর রাজ্য সরকার। আজ আচমকা ডাইরেক্টর অফ ট্রাভেল ওয়েলফেয়ার দপ্তর এবং টিডাব্লিউডি দপ্তর পরিদর্শনে গিয়ে এমটাই দাবি করলেন মন্ত্রী বিকাশ দেবর্বমা। এদিন সময়মতো দপ্তরে অনুপস্হিতির কারণে নয়জন কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্হা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। নয়জনেকে শোকজ করা এবং একদিনের বেতন কাটার নির্দেশ দিয়েছেন মন্ত্রী বিকাশ দেবর্বমা।
সাথে যোগ করে বলেন, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অফিস চলার ইতিমধ্যে সিন্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আজ ১০:২০ নাগাদ দপ্তরের গিয়ে জানতে পারেন নয়জন কর্মী সময় মতো দপ্তরে আসেন না। তাই নয়জন কর্মীর বিরুদ্ধে শোকজ এবং বেতন কাটার নিদের্শ দেওয়া হয়েছে।
তারঁ দাবি, অফিসে কোনো ভাবে অপসংস্কৃতি বরদাস্ত করা হবে না। দপ্তরে বসে শুধু জনকল্যান মূলক কাজের সিদ্ধান্ত নিলে চলবে না। তাকে বাস্তবায়িত করার জন্য মন্ত্রী থেকে সরকারি কর্মচারীদের কাজে গুরুত্ব দিতে হবে।তারঁ হুশিয়ারী, আগামী দিনেও এমন অভিযান জারি থাকবে।

