বর্ডার গোল চক্কর বাজার পরিদর্শনে মেয়র

আগরতলা, ২২ জুলাই: বর্ডার গোল চক্কর বাজারকে আধুনিকতম বাজার করার পরিকল্পনা নিয়েছে পুর নিগম। আজ ওই বাজার পরিদর্শনকালে একথা বলে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিনের পরিদর্শনকালে উপস্হিত ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর নিতু দেব সহ আরো অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, বিভিন্ন বাজার গুলি সংস্কার করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এবং পুর নিগম। তারই অঙ্গ হিসেবে আজ বর্ডার গোলচক্কর বাজার পরিদর্শন করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, বর্ডার গোলচক্কর বাজার বহুদিনের পুরোনো বাজার। তাই নতুন করে বাজারটিকে সাজিয়ে তোলা হবে। সংস্কার করা হলে বাজারের ক্রেতা বিক্রেতাদের সুবিধা হবে।