বিয়ের মাত্র সাত দিনের মাথায় উদ্ধার নবদম্পতির মৃতদেহ, চাঞ্চল্য বদরপুরে

বদরপুর (অসম), ২২ জুলাই (হি.স.) : বিয়ের মাত্র সাত দিনের মাথায় নবদম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় করিমগঞ্জ জেলার অন্তর্গত রেলশহর বদরপুরে চাঞ্চল্য বিরাজ করছে। বদরপুরঘাটের কালাইরবন্দে একটি ভাড়াঘরে নববধূর গলা কাটা এবং তাঁর স্বামীকে গলায় ফাঁস জড়িয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ত্রী মাম্পি মালাকারের গলা কেটে খুন করে নিজে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন স্বামী রতন পাল।

জানা গেছে, গত সোমবার সামাজিকভাবে রতন পালের সঙ্গে মহিশাসনের মাম্পি মালাকারের বিয়ে হয়। বদরপুর বাজারে একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন রতন পাল ওরফে কালা। ভাড়া ঘরে বৃদ্ধ মা এবং নবদম্পতি বসবাস করতেন। আজ সকালের দিকে ঘটনাচক্রে রতনের বোন তাদের ভাড়া ঘরে আসেন। মায়ের সঙ্গে বাইরে কথাবার্তা বলে ভাই রতনের নাম ধরে ডেকে বলছিলেন দরজা খুলতে। কিন্তু ভেতর থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। তখন ছোট একটি ছেলে ঘরের দেওয়ালের একটি ফাঁক দিয়ে দেখে রতন ফাঁসিতে ঝুলছে। তা দেখে সে চিৎকার করে ওঠে।

এরই মধ্যে দরজা খুলে রতনের মা ঘরে ঢুকে বুকফাঁটা আর্তনাদ করে ওঠেন। তিনি দেখেন রতনের স্ত্রীর গলাকাটা লাশ মাটিতে চিৎ হয়ে পড়ে রয়েছে। আর ওপরে ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস জড়িয়ে ঝুলছে ছেলে রতনের মৃতদেহ।

রতনের বোন ঘটনাটি জানান বদরপুর থানায়। খবর পেয়ে বদরপুর থানার ওসি ইনস্পেক্টর সোমেশ্বর কোঁওর বাহিনী সঙ্গে নিয়ে ঘটনাস্থল ওই ভাড়া বাড়ি পৌঁছেন। ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেন তিনি। কিছুক্ষণ পর বদরপুরের সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট কিমনেইনেম চাংসাঙের উপস্থিতিতে মৃতদেহ দুটির প্রাথমিক ইনকুয়েস্ট করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কোনও বিষয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বোঝাপড়ায় খামতি ছিল। রবিবার রাত তা বিবাদে রূপ নেয়। রতন পাল উত্তেজিত হয়ে এক সময় সদ্যবিবাহিত স্ত্রী মাম্পির গলা কেটে দেয়। এর পর সে নিজে ঘরের ফ্যানে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করে।

এদিকে ঘটনার খবর পেয়ে মাম্পির বাপের বাড়ির লোকজন ছুটে আসেন বদরপুরঘাটের কালাইরবন্দে। তাঁরা ঘটনাকে সহজভাবে নিতে পারছেন না। তাঁরা বলেন, গতকাল রাতেও মাম্পি তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছে। তার কথাবার্তায় কোনও অসংগতি টের পাননি কেউ।

প্ৰশ্ন উঠেছে, নতুন সংসারের আশায় এক সপ্তাহ আগে বিবাহপাশে আবদ্ধ হয়ে রতন পাল কি তাঁর সদ্যবিবাহিত স্ত্রীর গলা কেটে নিজে আত্মঘাতী হয়েছে? না-কি নবদম্পতির এই পরিণতির পেছনে অন্য রহস্য রয়েছে, তা ভাবাচ্ছে পুলিশের তদন্তকারী অফিসারকেও। তবে তদন্তকারী পুলিশ অফিসারের দাবি, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর তদন্তে গতি আনা হবে। বেরিয়ে পড়ে ঘটনার প্ৰকৃত রহস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *